মন্ত্রী হিসেবে আমি এখনো সফল নই : ওবায়দুল

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন ঈদুল আজহার আগে সড়ক ও মহাসড়কের সংস্কারকাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এ কাজে যারা গাফিলতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমি এখনো মন্ত্রী হিসেবে সফল নই। কারণ দেশে এখনো সড়ক দুর্ঘটনা ঘটছে, যানজট হচ্ছে। এ সব যখন পুরোপুরি শেষ হবে তখনই আমি নিজেকে সফল ভাবব।’

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার বিকেলে সোনারগাঁও-আড়াইহাজার সংযোগ সড়কের সেতু উদ্বোধন শেষে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মন্ত্রীরা হল জনগণের কর্মচারী। তাই মন্ত্রীকে খুশি করা নয় বরং জনগণকে খুশি করতে হবে মন্ত্রীকে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলছি, ব্যানার-ফেস্টুনে বড় বড় ছবি দিলেই কাজ হবে না। ক্ষমতার দাপট না দেখিয়ে ভাল আচরণ করেন। তাহলেই জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারবেন।’

উপজেলার লেঙ্গুরদি এলাকায় এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশের আগে সেতু উদ্বোধন করেন মন্ত্রী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়ার সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবদুর রশিদ ভূঁইয়া প্রমুখ।



মন্তব্য চালু নেই