মন্দির থেকে ১০ লাখ টাকার চুল চুরি!

টাকা, গয়না চুরি হওয়ার ঘটনা তো আকছার ঘটে। কিন্তু কখনও শুনেছেন চুল চুরি হয়েছে! তাও আবার ১০ লাখ টাকার! এ রকমই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের সিমাচলমে বরাহলক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে।

মন্দির থেকে চুরি যাওয়া এসব চুল আবার সাধারণ চুল নয়, স্পেশাল গ্রেডের। এ রকম প্রায় ১০ ব্যাগ চুল চুরি করে নিয়ে গিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা। প্রতিদিন হাজার হাজার পূণ্যার্থী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরা আসেন। এমনকী পাশের রাজ্য ওড়িষা ও ছত্তিশগড় থেকেও প্রচুর লোক আসেন। তারা যাওয়ার সময় চুল মন্দিরে উত্সর্গ করেন। দৈর্ঘ্য ও চুলের নমুনা দেখে সেগুলো একটি ঘরে স্তূপ করে রাখা হয় নিলামের জন্য। স্পেশাল গ্রেডের চুলের জন্য আবার আলাদা ঘর রয়েছে।

মন্দিরের নির্বাহী কর্মকর্তা রামচন্দ্র মোহন বলেন, ‘এ রকম ১৫ ব্যাগ চুল কেশকন্দনশালায় রাখা ছিল। এর মধ্যে ১০ ব্যাগ চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা।’

পুলিশ তদন্তের পর প্রাথমিকভাবে জানিয়েছে, এই চুরির সঙ্গে মন্দিরের ভেতরের কারো সংশ্লিষ্টতা রয়েছে। তবে শিগগিরই চোরদের ধরা সম্ভব হবে।



মন্তব্য চালু নেই