মবিনের চিঠির জবাব খালেদা দেশে ফিরলেই

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সদ্য পদত্যাগ করা দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর চিঠির জবাব দেবেন।

অবসরে যাওয়ার বিষয়টি জানিয়ে শমসের মবিন দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি ‘চিঠি’ লিখেছেন। গত বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ওই চিঠি পৌঁছে দেন তিনি।

বিএনপির পক্ষ থেকে শমসের মবিনের চিঠির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়েছে কি না জানতে চাইলে- দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এ কথা জানান।

ফাইল ফটো
ফাইল ফটো

শমসের মবিনের মতো আরো কেউ কি দল থেকে বের হয়ে যেতে পারেন? এই প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ছেড়ে অনেক নেতাকর্মীরাই খুব শিগগির চলে যাবেন, এই কথা আমার কানে এসেছে। তবে আমি স্পষ্ট করে বলতে পারি, বিএনপি ছেড়ে কেউ যাবে না।’

মবিনের পদত্যাগে বিএনপির সাংগঠনিক কার্যক্রম কি বাধাগ্রস্ত হবে? এই প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এক এগারোর সময় বিএনপি ও আওয়ামী লীগ থেকে অনেক নেতারাই চলে গিয়েছিলেন। কিন্তু বিএনপি ও আওয়ামী লীগের কোনো ক্ষতি হয়নি। ফলে কোনো ব্যক্তি বিশেষ দল থেকে চলে গেলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না। তবে শমসের মবিন বিএনপির রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি রাষ্ট্রদূতও ছিলেন। তাই দল থেকে তার চলে যাওয়ায় বিএনপির কিছুটা তো ক্ষতি হবেই।’

ফাইল ছবি
ফাইল ছবি

একই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আমরা কেউ না। তাই বেগম খালেদা জিয়া দেশ ফিরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’



মন্তব্য চালু নেই