মমতাকে কালো পতাকা দেখানোর আহ্বান

জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে ভারতের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর আহ্বান জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন বেদান্ত সাংস্কৃতিক মঞ্চ বাংলাদেশ।

বুধবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ আহ্বান জানান।

বক্তারা বলেন, ‘সিলেটের শান্তি কমিটির নেতার ছেলে পশ্চিমবঙ্গের কলম পত্রিকার মালিক ও বিধান সভার এমএলএ ইমরান মমতা ব্যানার্জির হয়ে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে টাকা লেনদেন করতেন। সম্প্রতি সিবিআই এ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন ভারতের আদালতে দাখিল করেছে।’

তারা আরো বলেন, ‘মমতা ব্যানার্জির বিরুদ্ধে এর আগে একাধিকবার জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ উঠলেও তিনি জঙ্গি দমনে পদক্ষেপও নেননি।’

বক্তারা দাবি করেন, মমতার আশ্রয়ের কারণেই ভারতে বসে জঙ্গিরা বাংলাদেশে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে।

তবে বক্তারা আসন্ন বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেদান্ত সাংস্কৃতিক মঞ্চ বাংলাদেশের সভাপতি কিশোর কুমার সরকার, সহ-সভাপতি অঞ্জন কুমার বৈদ্য, সাধারণ সম্পাদক বিনয় ভূষণ জয়ধর, যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র প্রমুখ।



মন্তব্য চালু নেই