মশার কামড়ে ৩০ জনের মৃত্যু! আক্রান্ত ১১০

ব্রাজিলে এক সপ্তাহে পীতজ্বরে অন্ততপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এই জ্বরে সম্ভাব্য আক্রান্তের সংখ্যা ১১০-এ গিয়ে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, মিনাস জার্ম প্রদেশে পীতজ্বরে মৃত্যুর এই ঘটনাগুলো ঘটেছে।

গেল সাতদিনে এই জ্বরের প্রাদুর্ভাবে আক্রান্তের সংখ্যা ৪৮ থেকে ১১০ জনে গিয়ে ঠেকেছে।

পীতজ্বর ভাইরাসজনিত অসুখ। যাতে তীব্র জ্বর হয়। সময় মতো যথাযথ চিকিৎসা না হলে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়।

প্রধানত ভাইরাস আক্রান্ত নারী মশার কামড়ের মাধ্যমে এটি মানবদেহে ছড়ায়। পীতজ্বর সাধারণতভাবে বানরদেরও হয়।



মন্তব্য চালু নেই