মসজিদুল হারামে ক্রেন পড়ে ভবন ধসে ২৮ বাংলাদেশী আহত

সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে নির্মাণাধীন অংশের ওপর ক্রেন পড়ে ভবন ধসে ১০৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২৩৮ জন। এদের মধ্যে বাংলাদেশী হজযাত্রী রয়েছেন ২৮ জন।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতে এ দুর্ঘটনা ঘটে। রাতে সৌদি সিভিল ডিফেন্স টুইটারে এ তথ্য প্রকাশ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদুল হারামের চতুর্থ তলায় ক্রেনটি ধসে পড়ে। মসজিদুল হারামের বর্ধিতকরণ গত বছর থেকেই শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। হজের সময় মানুষের স্থান সংকুলান না হওয়ায় মসজিদুল হারাম আরও চার লাখ বর্গমিটার বাড়ানো হচ্ছে। এখানে এক সাথে ২২ লাখ হাজী এখানে নামাজ পড়তে পারবেন।

মক্কায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশনে কর্মরত কর্মকর্তা আহাদ শামিম জানান, নিহতদের মধ্যে কোনো বাংলাদেশী নেই। তবে আহতদের মধ্যে ২৮ জন বাংলাদেশী রয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই এবং তারা মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।



মন্তব্য চালু নেই