মসজিদের কার্পেট পূজা মণ্ডপে!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত ও আ ফ ম কামলউদ্দিন হল সংলগ্ন মসজিদের কার্পেট পূজা মণ্ডপে ব্যবহারের অভিযোগ উঠেছে। গত ১২ ফেব্রুয়ারি রাতে শহীদ সালাম-বরকত হলের পূজা মণ্ডপে এ কার্পেট ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে গুঞ্জন শুরু হয়েছে।

এ বিষয়ে মসজিদের ঈমাম আব্দুল কাদের জানান, ‘শুক্রবার জুমার নামাজ পড়ে আমাদের মসজিদের মুয়াজ্জিন মো. ঈসমাইল ছুটিতে যান। মুয়াজ্জিন ছুটিতে থাকায় রাতে মসজিদে তালা দেয়া হয়নি। ওই দিন ফজরের নামাজের পরে কয়েকজন শিক্ষার্থী কাউকে না জানিয়েই মসজিদের কার্পেটগুলো নিয়ে যায়। পরবর্তীতে শনিবার মাগরিবের নামাজের সময় কয়েকজন ছাত্র এসে আমাকে বলে, হুজুর আমাদের মসজিদের কার্পেটগুলো তো হিন্দু শিক্ষার্থীরা শহীদ সালাম-বরকত হলের ভেতরের পূজা মণ্ডপে নিয়ে গেছে। এরপর রাতে এশার নামাজের পরে হিন্দু ছেলেরা এসে মসজিদের গেইটে কার্পেটগুলো রেখে যায়। পরে আমি বিষয়টি সংশ্লিষ্টদের জানাই।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ ড. কবিরুল বাশার বলেন, ‘কে বা কারা এ ধরণের কাজ করেছে তা আমরা জানি না। তবে ভবিষ্যতে কেউ এ ধরণের কাজ করলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

-মানব কণ্ঠ



মন্তব্য চালু নেই