মস্ত রেকর্ডের পথে ‘স্টার ওয়ার্স’

সদ্য মুক্তি পাওয়া ‘স্টার ওয়ার্স’ সিরিজের নতুন ছবি ‘দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’ মুক্তির প্রথম দিনেই রেকর্ড পরিমাণ আয় করেছে। এগিয়ে চলেছে মস্ত রেকর্ডের দিকে।

জানা গেছে, বৃহস্পতিবারে মুক্তি পাওয়া ছবিটি প্রথমদিনে শুধু ব্রিটেনেই আয় করেছে ১৪.৩ মিলিয়ন ডলার(৯.৬ মিলিয়ন পাউন্ড)। যা যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সিনেমার ইতিহাসে রেকর্ড। এর আগে ‘হ্যারি পটার এন্ড দ্য ডেথলি হ্যালোস: পার্ট ২’ ছবিটি মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছিল। সেসময় ছবিটি ৯.৫ মিলিয়ন পাউন্ড ভাগিয়ে নিয়েছিল।

সিনেমা আলোচকরা ধারনা করছেন, চলতি সপ্তাহেই ‘স্টার ওয়ার্স’ সিনেমাটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ২০ কোটি মিলিয়ন ডলার আয় করবে। এমনকি বিশ্বব্যাপী এই সিনেমা সবাইকে ছাড়িয়ে দুই বিলিয়ন ডলার আয় হতে পারে।

‘স্টার ওয়ার্স’-এর প্রযোজক সংস্থা ডিজনি। জে জে আব্রামসের পরিচালনায় অ্যাডভেঞ্চারাস ছবিটিতে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড, মার্ক হেমিল, ক্যারি ফিশার, ডেইজি রাইডলি, অস্কার ইজ্যাক, জন বয়েগা এবং লুপিতা নয়ঙ্গ-এর মত তারকারা।



মন্তব্য চালু নেই