মহাসড়কে দীর্ঘ যানজট : সেতুমন্ত্রীর দুঃখ প্রকাশ

দিনব্যাপী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটে ভোগান্তির শিকার হওয়া ঘরমুখো মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাতে গাজীপুরের চন্দ্রা মোড়ে মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন করতে এসে দুঃখ প্রকাশ করেন তিনি।

এসময় তিনি যানজটের জন্য গত রাতে প্রবল বর্ষণ, পোশাক কারখানা একযোগে ছুটি হওয়ায় বিপুল সংখ্যক যাত্রীর একযোগে যাত্রা, ৮টি গাড়ি বিকল ও দু’টি সড়ক দুর্ঘটনাকে দায়ি করেন।

এছাড়া মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের আধিক্যও এই যানজটের কারণ বলে জানান তিনি। তবে এবারের অভিজ্ঞতা নিয়ে আগামী রোজার ঈদে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার কথাও উল্লেখ করেন সেতুমন্ত্রী।

এসময় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্বাবধায়ক সবুজ উদ্দিন খানসহ সড়ক ও জনপথ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলের পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশেপাশের এলাকায় যানজট পরিস্থিতি স্বভাবিক রয়েছে।



মন্তব্য চালু নেই