মাগুরার নহাটায় আবারও ভিজিএফ এর চাল উদ্ধার, আটক ১

মাগুরা প্রতিনিধি: মাত্র ৪দিনের মাথায় নহাটায় আবারও সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় সরকারি চাল গুদামে রাখার অভিযোগে মঞ্জুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় মঞ্জুর রহমানের গোডাউন থেকে ২৭ বস্তা ভিজিএফ এর চাউল উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর রবিবার নহাটা বাজার থেকে ভিজিএফ এর ২২ বস্তা চাল উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার শাহিন হোসেন। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে স্থানীয় জনগণ ব্যবসায়ি মঞ্জুর গোডাউনে ভিজিএফ এর চাউল রয়েছে বলে গোডাউন ঘিরে রেখে পুলিশ ও প্রশাসনের কাছে খবর দেয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার শাহিন হোসেন গিয়ে ওই চাল উদ্ধার করে মহম্মদপুরে নিয়ে আসেন। পরে ব্যবসায়ী মঞ্জুর রহমানের নামে মামলা দায়ের করা হয়। উদ্ধার হওয়া চাল খাদ্য অধিদপ্তরের বস্তায় সেলাই ও সিল মারা অবস্থায় পাওয়া গেছে।

উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর নহাটার সমির কুমার দে ও আনন্দ কুমার দে নামের দুই ব্যবসায়ীর দোকান থেকে ২২ বস্তা ভিজিএফ এর চাউল উদ্ধার করা হয়। এ ঘটনায় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলী মিয়াসহ সমির কুমার দে ও আনন্দ কুমার দে’র বিরুদ্ধে মামলা হয়।



মন্তব্য চালু নেই