মাগুরার রায়গ্রামকে বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষণা

মাগুরা সংবাদদাতা ॥ মাগুরা সদর উপজেলার রায়গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ রবিরার রায়গ্রাম বটতলায় অনুষ্ঠিত এক সভায় এ ঘোষনা প্রদান করা হয়।

স্থানীয় মহিলা কাউন্সিলর ছবেদ আরা জানান, গ্রামটিতে আশংকাজনকভাবে বাল্য বিবাহ বৃদ্ধি পাওয়ায় তা বন্ধে তৎপরতা শুরু করে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি। ২০০৭ সালে শুরু হওয়া এ তৎপরতা অভূতপূর্ব সাফল্য পায়। বিগত দুই বছরে গ্রামটিতে কোন বাল্যবিবাহের ঘটনা ঘটেনি। তারই ধারাবাহিকতায় রবিবার গ্রামটিকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।

নুরজাহান বেগমের সভাপত্বিতে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণার অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় মহিলা কাউন্সিলর ছাবেদ আরা, ইমাম মোঃ আছাদুল্লাহ ও ব্র্যাক জেলা প্রতিনিধি রোকেয়া বেগম।



মন্তব্য চালু নেই