মাগুরায় ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে সভা

শ্রাবণ, মাগুরা থেকে: মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে গতকাল রবিবার পুলিশ সুপার কার্যালয়ে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার আহম্মেদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা প্রমুখ।

তাছাড়া নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাজরাপুর ইউপির কবির হোসেন, হাজিপুর ইউপির মাজহারুল হক, শত্রুজিৎপুর ইউপির সনজিৎ বিশ্বাস, বেরইল পলিতা ইউপির খন্দকার মহব্বত আলী প্রমুখ।

সভায় বিএনপি চেয়ারম্যান প্রার্থীরা জানান, তাদের নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা বিভিন্ন ভাবে ভয় ভীতি প্রদর্শন করছে। তাদের ভয়ে তারা নির্বাচনী প্রচার কাজ চালাতে বাধাগ্রস্থ হচ্ছে বলে অভিযোগ করেন।

সভায় পুলিশ সুপার জানান, নির্বাচন বিষয়ে জানান, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্বক ভূমিকা পালন করবে। যে কোন নির্বাচনী এলাকায় কোন সহিংসতা হলে প্রার্থীদের তাৎক্ষনিক ভাবে পুলিশকে অবহিত করতে বলা হয়। সভায় ১২টি ইউনিয়নের ৪৮ জন চেয়ারম্যান প্রার্থী, সুধিজন সাংবাদিক উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই