১টি কেন্দ্র স্থগিত

মাগুরায় উৎসবমুখর পরিবেশে চলছে জেলা পরিষদ নির্বাচন

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় উৎসবমুখর পরিবেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন শুরু হয়েছে। উচ্চ আদালতের আদেশেএকটি ভোট কেন্দ্র বন্ধ রয়েছে।

ভোট গ্রহনের শুরুতে সকাল ৯ টার পর-পরই মাগুরা সদর উপজেলা পরিষদ ভোট কেন্দ্রে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। র্নিবিঘেœ ভোট দিতে পেরে ভোটারা সন্তষ্টি প্রকাশ করেছেন। এ সময় প্রার্থীদের পক্ষ থেকেও কোন অভিযোগ পাওয়া যায়নি। অন্যদিকে এ ভোট কেন্দ্রে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

এ ১৫ টি ভোট কেন্দ্র সবকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব, স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্র্যামমান আদালত।

নির্বাচনের আগের দিন উচ্চ আদালতের আদেশে মাগুরার মাহম্মদপুর সদর( জেলা পরিষদের ১১ নম্বর কেন্দ্র) ভোট কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেছে মাগুরা জেলা নির্বাচন কমিশন।

উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৭৬ জন। চেয়ারম্যান পদে ৩ জন, ১১টি সাধারণ সদস্য পদে ৩৮ জন ও ৪ টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিব্দন্দ্বিতা করছে।

প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ৪ জন সাধারণ সদস্য ও ১টি জন সংরক্ষিত মহিলা সদস্য আগেই নির্বাচিত হয়েছেন। জেলার ৩৬ টি ইউনিয়ন, ৪ টি উপজেলা ও ১টি পৌরসভা নিয়ে মাগুরা জেলা পরিষদ গঠিত ।



মন্তব্য চালু নেই