প্রতিমা তৈরি শেষ, চলছে রঙের কাজ

মাগুরায় এবার ৫৮৮ মন্ডপে দুর্গাপূজা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় এ বছর মোট ৫৮৮ টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনিুষ্ঠিত হচ্ছে। আর মাত্র কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা । দেবীর আগমনকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা । দিন-রাত পরিশ্রম করে নিপূন হাতে কারিগররা তৈরি করছেন প্রতিমা । জেলা ও উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে খড় ও কাঁদা মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ ।এখন চলছে রঙ তুলির কাজ । প্রতিমা রঙ করার পর কাপড় পড়ানোসহ অন্যান্য কাজ শেষ হলেই তাদের কাজ শেষ বলে জানালেন প্রতিমা কারিগররা ।

কারিগর অনিল পাল জানান, এ বছর বাশঁ ,খড় ও প্রতিমা তৈরির অন্যান্য উপকরন বৃদ্ধি হওয়ায় কারিগররা সঠিক দাম পাচ্ছেন না । তবে জীবন বাঁিচয়ে রাখার জন্য পুরোনোকেই টিকিয়ে রেখেছেন ।

আসন্ন শারদীয়া দূগাপূজার আইনশৃঙ্খলা নিয়ে মাগুরা পুলিশ প্রশাসন জেলার সকল পূজা কমিটির নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা করেছে। গত সোমবার দুপুরে মাগুরা পুলিশ লাইন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়, সদর থানার ওসি আজমল হুদা, জেলা পূজা উদাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, জেলা হিন্দু বৈদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. প্রদ্যুৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক অ্যাড. সনজিৎ বিশ্বাসসহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির কমিটির নেতৃবৃুন্দ।

সভায় জানানো হয়, জেলায় এ বছর মোট ৫৮৮ টি মন্দিরে দূর্গাপূজা অনিুষ্ঠিত হবে। সকল মন্দিরের নিরাপত্তাসহ পূজার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।



মন্তব্য চালু নেই