মাগুরায় কন্যা শিশু দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি: ‘শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় শুক্রবার জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা মহিলা বিষয়ক দপ্তর, মাগুরা মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। সকালে মাগুরা স্টেডিয়ামের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দুই শতাধিক শিশু ও নারী অংশ নেয়। পরে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হল রুমে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আজমুল হক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, মাছরুরা খাতুন, শিক্ষিকা জেসমিন আক্তার ও শিক্ষার্থী সাথী আক্তার প্রমুখ। সভায় প্রত্যেক বক্তা কন্যা শিশুর ভবিষ্যত ও বাল্যবিবাহ বন্ধের বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের নেত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সুধিজন উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই