মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য স্মারকলিপি প্রদান

মাগুরা প্রতিনিধি: মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইউনিয়ন পরিষদের রাজস্ব বাজেট হতে উন্নয়নমুলক খাতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য নিদিষ্ট বরাদ্দের রবিবার জেলা প্রশাসক স্মারকলিপি প্রদান করেছে তরঙ্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাসহ জেলার ৫ প্রতিবন্ধী সংস্থাসমূহ । স্মারকলিপিতে প্রতিবন্ধীদের বাজেটে দাবি সমূহ হল- প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ ও কর্মসংসংস্থানের জন্য অর্থ বরাদ্দ , সহায়ক উপকরণ ও ঢালু সিড়িঁ তৈরির জন্য অর্থ বরাদ্দ , স্যানিটেশন ,বিশুদ্ধ পানি , গৃহস্থালী উপকরণের জন্য অর্থ বরাদ্দ । এ সময় তরঙ্গ প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার ফিল্ড কো-অর্ডিনের আব্দুল আলিমসহ বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । তাছাড়া গত ১৭ মে এডিডি ইন্টারন্যাশনাল ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় তরঙ্গ প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার আওতাভূক্ত জেলার ৫ টি প্রতিবন্ধী সং¯া’ (হাজীপুর মৈত্রী প্রতিবন্ধী সংস্থা ,বগিয়া সূর্যমুখী ইউনিয়ন ফেডারেশন ,মহম্মদপুর সন্বয়ন প্রতিবন্ধী সংস্থা , বিনোদপুর ইউনিয়ন অধিকার ফেডারেশন ,যশপুর কল্যাণ সংস্থা ) প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইউনিয়ন পরিষদের রাজস্ব বাজেট হতে উন্নয়নমুলক খাতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য নিদিষ্ট বরাদ্দের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।



মন্তব্য চালু নেই