মাগুরায় স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১০

মাগুরা প্রতিনিধি : মাগুরায় স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার আসবা গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করেছে।

সদর থানার এসআই শ্রীবাস বিশ্বাস জানান, ‘আসবা প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সম্প্রতি শুধাংশু বিশ্বাস ও সুব্রত বিশ্বাসের নেতৃত্বে দু’দল গ্রামবাসীর মধ্যে বিরোধ সৃষ্ঠি হয়। এ বিরোধের এক পর্যায়ে বৃস্পতিবার সন্ধ্যায় দু’পেক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষে অনন্ত ১০ জন আহত হয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পুলিশের ভয়ে উভয় পক্ষ গ্রাম ছেড়ে পালিয়েছে।

মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগের ব্রাদার আব্দুল আজিজ জানান, আহতদের মধ্যে গুরুতর জখম অবস্থায় লক্ষ্মী মন্ডল (৫৫) আনন্দ মন্ডল (৫০), ও পঙ্কজ মন্ডল (৫০) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আসবা গ্রামে পুলিশ মোতায়েত রয়েছে।



মন্তব্য চালু নেই