ভিক্ষুকমুক্ত ইউনিয়ন ঘোষণা

মাগুরায় ১০২টি বিদ্যালয়ে মিডডে মিল কার্যক্রমের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার ১০২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একযোগে মিড ডে মিল চালু করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রাতিমন্ত্রী ড.বীরেন শিকদার এম.পি শালিখা উপজেলা পরিষদের মুক্তমঞ্চে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এসব বিদ্যালয়ের মিডডে মিল কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। ইউ এন ও মো:মোমিনউদ্দিনের সভাপতিত্বে অনুিষ্ঠত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজিম আহম্মেদ, সিনিয়র অতি:পুলিশ সুপার তারিকুল ইসলাম,অতি:পুলিশ সুপার সুদর্শন রায়, উপজেলা আ’লীগ সেক্রেটারী অ্যাডভোকেট শ্যামল কুমার দে,চেয়ারম্যান আরজ আলী,চেয়ারম্যান বখতিয়ার হোসেন প্রমূখ।উল্লেখ্য শালিখা উপজেলা পরিষদের তত্বাবধানে মোট ১০২টি প্রাথমিক বিদ্যালয়ের ১৭হাজার ৫৩জন ছাত্র-ছাত্রীর জন্য এ মিডডে মিল কার্যক্রম গ্রহন করা হয়েছে।স্থানীয়ভাবে সংগৃহীত তহবিল ও সরকারী অনুদানে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে ইউ এন ও মোমিনউদ্দিন সাংবাদিকদের জানান। পরে এ অনুষ্ঠানে ধনেশ্বরগাতী ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয় এবং চেয়ারম্যান বিমল কুমার শিকদারের পক্ষ থেকে ২৬জন দুঃস্থ ব্যক্তির মাঝে বিনামূল্যে গরু ও ছাগল বিতরণ করা হয়। এছাড়া ধনেশ্বরগাতী ইউনিয়নের ২৩০জন ভিক্ষুককে পূণর্বাসনের কর্মসূচী ঘোষণা করা হয়।



মন্তব্য চালু নেই