মাগুরা জজশীপের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা শুরু

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় জেলা জজশীপের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বরিবার জেলা জজ আদালতের সম্মেলনে কক্ষে শুরু হয়েছে।

কর্মশালার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম মাহ্ফুজা বেগম। প্রশিক্ষক হিসেবে ছিলেন যথাক্রমে অতিরিক্ত জেলা জজ সৈয়দ আরাফাত হোসেন, যুগ্ম জেলা জজ প্রথম আদালত মো: রোস্তম আলী, যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত বেগম তাসনীম জোহরা, মহম্মদপুরের সিনিয়র সহকারী জজ মো: শাহিদুল ইসলাম, বিচারক মি: শিমুল কুমার বিশ্বাস ও শ্রীপুরের সহকারী জজ মি: সমীর মল্লিক।

কর্মশালায় অফিস ব্যবস্থাপনা ও সরকারি কর্মচারী আচরণ বিধি, পরোয়ানা গ্রহণ, ইস্যু , জারি, নেজারত কার্যক্রম, মামলার কার্যক্রম, সেরেস্তা ও রেকর্ড রুমে মামলা সংরক্ষণ বিষয় নিয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় জর্জশীপের ৩য় ও ৪র্থ শ্রেণির প্রায় ৬৫জন কর্মচারী অংশনেয়। এ প্রশিক্ষণ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।



মন্তব্য চালু নেই