মাগুরা জেলার একমাত্র নারী চেয়ারম্যান হিসাবে মনোনয়ন বহাল রাখার দাবী রুমু’র

শ্রাবণ, মাগুরা থেকে: জেলার একমাত্র নারী চেয়ারম্যান হিসাবে মনোনয়ন অক্ষুন্ন রাখতে মাগুরা প্রেসক্লাবে আজ শনিবার সংবাদ সম্মেলন করেছেন শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়ন চেয়রম্যান পারভিন সুলতানা রুমু।

সংবাদ সম্মেলনে পারভিন সুলতানা রুমু জানান, ৫ বছর আগে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি আওয়ামীলীগ সমর্থীত জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে তিনি ব্যাপক জনসমর্থন পেয়েছিলেন।

পরবর্তীতে ৫ বছরে এলাকার যোগাযোগ, বিশুদ্ধ পানি, নারী উন্নয়নসহ ব্যাপক কাজ করেন। তার কাজের স্বীকৃতি স্বরুপ তিনি জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক পান। তার স্বামী আশরাফ উদ্দিন প্রায় ২০ বছর ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি তার আদর্শের আলোকেই আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান। সম্প্রতি জানতে পারছেন তাকে বাদ দিয়ে অন্য একজনকে এখানে মনোনয়ন দেয়া হচ্ছে। এই খবরে তিনি মনোনয়ন বঞ্চিত হবার আশংকা করছেন।
একমাত্র নারী প্রার্থী হিসাবে হলেও তাকে মনোনয়ন দেবার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে তিনি আবেদন জানান।



মন্তব্য চালু নেই