অর্থনৈতিক শুমারি-২০১৩ এর

মাগুরা জেলার রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান

মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচলিত অর্থনৈতিক শুমারি-২০১৩ এর মাগুরা জেলার রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।

জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস মাগুরা এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে ।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপ-পরিচালক মো: আজিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থনৈতিক শুমারি-২০১৩ এর মাগুরা জেলার রিপোর্ট প্রকাশনার বইটির মোড়ক উন্মোচন করেন ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ মো: তারিকুল ইসলাম , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো: আজমুল হক ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম । প্রকাশনা অনূষ্ঠানে জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ফারহানা সুলতানা ভিডিও প্রজেক্টরের মাধ্যমে অর্থনৈতিক শুমারি-২০১৩ এর মাগুরা জেলার রিপোর্ট প্রকাশনার বিভিন্ন তথ্য প্রতিবেদন প্রকাশ করেন ।

প্রতিবেদনে জানানো হয় , জেলায় অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশ গ্রহন বেড়েছে , ৬০ শতাংশ প্রতিষ্ঠানের কোন রেজিষ্ট্রেশন নেই । একই সাথে ৩৭ শতাংশ প্রতিষ্ঠান প্রধানের শিক্ষাগত যোগ্যতা নেই । তাছাড়া ব্যবসা , জনসংখ্যার সম্পর্কে তথ্য প্রকাশ করা হয় ।

অনূষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।



মন্তব্য চালু নেই