মাগুরা শ্রীপুরে প্রাণী পুষ্টি উন্নয়ন ও প্রযুক্তি কর্মশালার সমাপনী অনুষ্ঠান

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২ দিনব্যাপী প্রাণীপুষ্টি উন্নয়ন ও প্রযুক্তি হন্তান্তর প্রকল্পের (২য় পর্যায়) ঘাস চাষী খামারীদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হয়েছে।

বুধবার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. অমল কুমার সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা ভোরের কাগজ প্রতিনিধি খান আবু হাসান, উপজেলা কমিউনিটি এক্সটেনশন এজেন্ট আবু মুসা খান, অফিস সহকারী চৌধুরী আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. অমল কুমার সরকার ২৫ জন ঘাস চাষী খামারীদের মাঝে সনদ প্রদান করেন। এর আগে গত মঙ্গলবার ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ১ম দিন ক্ষুদ্র ঘাস চাষী খামারীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কানাই লাল স্বর্ণকার।



মন্তব্য চালু নেই