মাগো তোমায় মনে পড়ে | মনি ইসলাম

মাগো তোমায় মনে পড়ে

-মনি ইসলাম


রাত গেল মিলিয়ে, সূর্য্যরে আগমনে
ঘুম ভাঙলো ভোরের পাখির গানে
ঘুম থেকে উঠে জানালায় দাঁড়িয়ে
ঐ বাড়ির কবুতরগুলো তাদের বাচ্চাদের রাখে খুব আদরে
আমার দু’চোখ জলে গেল ভিজে,
‘মাগো’, আজ কেন তুমি দূরে?
আজ এই বৈশাখ মাসে, মাগো তোমায় মনে পড়ে।
ছোটবেলা কত বকা, ভালবাসা দিয়েছো আমাকে
রাগ করলে খাওয়া না তুমি আমি না খেলে
তোমার হাতের পরশ পেলে দুঃখ যেতাম ভুলে,
আজ খুব বেশি মাগো তোমায় মনে পড়ে।
মা আমার পরশ মনি, বাবা আমার ছাঁয়া
দু’জনের অনুপ্রেরণাতে আজ পেয়েছি আমার চলার পথের সহা।
দূরে আছি বলে ‘মাগো’ ভুলি নাই তো তোমায়
তুমি আমায় প্রিয় মা জন্ম ধাত্রীমাতা,
দূরে যদি যায় মাগো মনটা দূরে না
মনে হয় খুব কাছে আছো মা, তবুও হতাশা কাটে না
ইচ্ছে করে তোমার কোলে মুখটা আমার লুকায়
চুপটি করে ঘুমিয়ে থাকি, ডাকলেও যেন জাগা না পায়।
খুব বেশি মনে পড়ছে ‘মাগো’ আজ তোমাকে
ভালবাসি বড় ভালবাসি মাগো আমি তোমার মেয়ে।



মন্তব্য চালু নেই