মাঝ পদ্মায় ১১ ফেরি, তীব্রশীতে যাত্রীদের দুর্ভোগ

শিমুলিয়া-কাওরাকান্দি নৌ রুটে ঘন কুয়াশার কারণে আজ ভোর রাত ৫ টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় কয়েকশত যনাবাহন। ঝুঁকি এড়াতে পদ্মা নদীর মাঝে বিভিন্ন পয়েন্টে নোঙর করে রাখতে হয়েছে দুইপাড় থেকে ছেড়ে আসা ১১টি ফেরি, তীব্রশীতে চরম ভোগান্তিতে পরেছে যাত্রীরা। শিমুলিয়া ঘাটে কুসুমকলি ফেরি ছেড়ে যাওয়ার অপেক্ষায় লোডে রয়েছে।

বিআ্ইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী জানান, আজ সোমবার ভোররাত ৫ টা থেকে কুয়াশা তীব্র হওয়ার কারণে দূর্ঘটনা এড়াতে বন্ধ করে দিতে হয় এই রুটের ফেরি চলাচল। ঝুঁকি এড়াতে মাঝপদ্মার বিভিন্ন পয়েন্টে নোঙর করে রাখতে হয়েছে দুইপাড় থেকে ছেড়ে আসা ১১টি ফেরি। শিমুলিয়া ঘাটে কুসুমকলি ফেরি ছেড়ে যাওয়ার অপেক্ষায় লোডে রয়েছে। গাড়ির কিছুটা চাপ রয়েছে ফেরি চলাচল স্বাভাবিক হলে কিছু সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে।



মন্তব্য চালু নেই