মাঠে নামার পথে মেসি

‘এল ক্লাসিকোয়’ লিওনেল মেসির খেলার সম্ভাবনা ধীরে ধীরে আরো উজ্জল হচ্ছে। কারণ এবার বার্সেলোনার মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন আর্জেন্টাইন তারকা।

গত ২৬ সেপ্টেম্বর লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে পড়ে মাঠের বাইরে চলে যান মেসি। তবে সেই চোট কাটিয়ে দ্রুতই মাঠে নামার অপেক্ষায় ফুটবলের খুদে জাদুকর।

সোমবার বার্সার মূল দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। বার্সা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।

অবশ্য স্প্যানিশ গণমাধ্যমের খবর মতে, বেশ কদিন থেকেই অনুশীলন করছেন মেসি। বার্সেলোনা ‘বি’ দলের সঙ্গেও অনুশীলন করেন তিনি।

বার্সেলোনা ‘বি’ দলের কোচ জেরার্ড লোপেজ সোমবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘স্পোর্ট’কে বলেছিলেন, ‘লিও অনুশীলন শেষ করেছে। আমি দেখেছি, ওর অবস্থা এখন ভালো। আমি খুশি যে, ওর সেরে ওঠা ইতিবাচক। ওকে হাসিখুশি ও প্রাণবন্ত দেখেছি।’

আগামী শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকোয়’ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই ম্যাচে রিয়ালকে হারাতে পারলে শিরোপার লড়াইয়ে ছয় পয়েন্ট এগিয়ে যাবে মেসি-নেইমারদের দল। ১১ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ ২৪ পয়েন্ট।



মন্তব্য চালু নেই