মাঠে ফার্স্ট বয়, সংসদে লাস্ট বয়!

১৯৮৯ সালে শুরু, মাঝে ২২ বছরে একের পর এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। টেস্ট এবং ওয়ানডে মিলে সেঞ্চুরির ‘সেঞ্চুরি’ করেছেন শচিন টেন্ডুলকার। শেষ টেস্টের শেষ ইনিংসে আর মাত্র ১৫৩ রান সংগ্রহ করতে পারলেই টেস্ট ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ হয়ে যেত তার। কিন্তু, ৭৯ রান দূরে থাকলেও টেস্ট ক্রিকেটে সর্বাধিক ১৫,৯২১ রান করে গৌরবান্বিত হয়ে থাকলেন শচিন টেন্ডুলকার।

sachin-tendulkar_4b68f6dc-a4ec-11e5-aba6-7a39899cdf3c

উপস্থিতির হারে পেছনে থাকা দু’জন। ছবি: হিন্দুস্থান টাইমস

সর্বশেষ অল স্টার্স ক্রিকেটে কিংবদন্তিতে মিলনমেলায়ও দারুণ খেলেছেন। কিন্তু, মাঠের খেলার বাইরে শচিনের পারফরম্যান্স খুব একটা ভাল নয়। মাঠের বাইরে বলতে রাজ্য সভার দিকে ইঙ্গিত করা হচ্ছে সেখানে। ভারতের রাজ্য সভার উচ্চকক্ষের যে ১০ জন সদস্য আছেন, তাদের মধ্যে উপস্থিতির হারের দিক থেকে পেছনের দিকে আছেন এই শচিন।

10501588_10208665957356245_512984028826657271_n

উপস্থিতির পরিসংখ্যান। ছবি: হিন্দুস্তান টাইমস

শচিনের উপস্থিতির হার মাত্র ৫.৫ শতাংশ। তার খুব কাছাকাছি আছেন ভারতীয় চলচ্চিত্রের অভিনয় শিল্পী রেখা। তার উপস্থিতির হার ৫.১০। চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছে ভারতের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা হিন্দুস্তান টাইমস। মাঠের কিংবা চলচ্চিত্রের প্রথম সারির দু’জন সংসদে এসেই চলে গেলেন পিছনের সারিতে!



মন্তব্য চালু নেই