মাঠে বসে দলের হার দেখলেন মোস্তাফিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রামে ছিলেন তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। দীর্ঘদিন পর ফেরা মোস্তাফিজকে টানা না খেলানোর পরামর্শ দিয়েছিলেন ফিজিও।

ফিজিওর পরামর্শে বল হাতে মাঠে না এলেও সতীর্থদের খেলা দেখতে ঠিকই হাজির হয়েছিলেন এ বাম-হাতি পেসার। মাঠের বাইরে বসে থেকে দলের ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখলেন। দেখলেন ৬৭ রানের পরাজয়ও।

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ। বোলাররা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানোর বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল।

বোলারদের সফলতায় এদিন নিউজিল্যান্ডকে ২৫১ রানে অলআউট করে বাংলাদেশ। জবাব দিতে নেমে বাংলাদেশও ভালোই খেলছিল। তবে একটি রান আউট যেন সব শেষ করে দিয়েছে।

১০৫ রানে ২ উইকেট থেকে ১৮৪ রানে অলআউট। হাতে আরও ৪৪টি বল ছিল। কিন্তু ব্যাটসম্যানরা যেন তাড়াহুড়ো করে সাজঘরে ফিরলেন। আর দলের পরাজয় মাঠে বসেই দেখলেন দেশসেরা পেসার মোস্তাফিজ।

মাঠে মোস্তাফিজকে পেয়ে বাংলাদেশের ভক্ত সমর্থকরা অটোগ্রাফ নিতে ছুটি আসেন। ভক্তদের চার-ছক্কার প্ল্যাকার্ডেই অটোগ্রাফ দেন ‘কাটার মাস্টার’।



মন্তব্য চালু নেই