মাত্র ৭ বছর বয়সেই জাতীয় দলে খেলবেন শিশু এহশান উল্লাহ?

শিশু থেকেই অনেকে নজর কেড়েছেন। ক্রিকেট প্রতিভার আভাস দিয়েছেন। এবার আলোচনায় মাত্র ৭ বছর বয়সের একটি শিশু। তার নাম এহশান উল্লাহ।

শিশুটি সম্পর্কে এরই মধ্যে জেনে গেছে ক্রিকেট বিশ্বের বড় বড় তারকা। কামরান আকমলও আলোচনায় এনেছেন শিশুটিকে। পাকিস্তানের গ্রেট ক্রিকেটার ওয়াসিম আকরাম, ইনজামাম উল হক, আকিব জাবেদ, ওয়াকার ইউনুস ও শোয়েব আকতারদের স্বরণ করিয়ে দিয়েছেন শিশুটি।

পাকিস্তানের নারী ক্রিকেট টিমের অধিনায়ক সানা মীর শিশুটির একটি ভিডিও আপলোড করে তাকে আলোচনায় আনেন। তার ক্রিকেট দেখে অনেকেই জাতীয় দলের হবু ক্রিকেটার ভাবছেন তাকে।

তাই বলে-মাত্র ৭ বছরের এই শিশু কি খেলবেন জাতীয় দলের ক্রিকেট টিমে? পিসিবির কর্মকর্তারাও জেনেছেন বিষয়টি। পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল বলেছেন, এই শিশুটিকে দেখে শুনে রাখতে হবে।

পাকিস্তান ক্রিকেটের বড় তারকা হতে পারে এই শিশুটি। মূল বিষয় হলো বয়সে ছোট হলেও ক্রিকেটের জন্য তার দৌঁড়ঝাঁপ ও পারফর্ম দৃষ্টি কাড়া। ক্রিকেট প্রতিভা দেখায় তাকে আলোচনায় এনেছে পাকিস্তানের বিভিন্ন মিডিয়া। অবশেষে অন্য দেশেও ছড়ালো শিশুটির গল্প।



মন্তব্য চালু নেই