মাথাহীন জিরাফ!

প্রথম দেখায় মনে হবে জিরাফটির মাথা নেই। ভালো করে লক্ষ্য করে কেউ কেউ হয়তো বলতে পারেন ফটোশপের কারসাজির মাধ্যমে গলাসহ মাথা কেটে বাদ দেওয়া হয়েছে।

আসলে এসবের কিছুই ঘটেনি। ছবিটিতে ফটোশপের কোনো কারসাজি নেই। আবার মাথা বিহীন দিব্যি জীবিত জিরাফও নয় এটি।

মাথাহীন জিরাফ রহস্যের প্রকৃত ঘটনা হলো ফটো তোলার অ্যাঙ্গেল। ফটোগ্রাফার এমন অ্যাঙ্গেল থেকে ছবিটি তুলেছেন যে জিরাফের মাথাটি তার শরীরের অন্য পাশে ঢাকা পড়েছে।

ছবিটি তোলা হয়েছে দক্ষিণ আফ্রিকার একটি সাফারি পার্ক থেকে। ৩০ বছর বয়সী সাফারি গাইড ও চিত্রগ্রাহক অর্নো পিটারসেন ছবিটি তোলেন। জিরাফের ছবি তুলতে তিনি যখন ক্যামেরা তাক করেন, ঠিক তখনই প্রাণীটি শরীরের অন্য পাশে সুরসুরি অনুভব করে এবং লম্বা গলা নামিয়ে চুলকাতে থাকে।

“ছবিটি তোলার আগ পর্যন্ত আমি বুঝতেই পারি নি যে এটা এতটা অদ্ভুত দেখাবে,” ‘মেইল অনলাইন’কে বলেন চিত্রগ্রাহক অর্নো পিটারসেন।



মন্তব্য চালু নেই