মাদারীপুরে ‘অলৌকিক’ নির্দেশে পুরুষে-পুরুষে বিয়ে! (ভিডিওসহ)

জিন ও পরির কথিত নির্দেশে পুরুষে-পুরুষে একটি বিয়ের প্রচলিত আনুষ্ঠানিকতা সম্পন্নের খবর পাওয়া গেছে।

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দুর্গম চর দক্ষিণ বাঁশগাড়ি গ্রামে বুধবার এ ঘটনা ঘটে।

কথিত এ বিয়েতে স্থানীয় জসিম সাজীর ছেলে জুয়েল সাজী (২৪) বর এবং জব্বার বেপারীর ছেলে নাজমুল বেপারী (২০) কনে ছিলেন বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসী আরও জানান, বিয়ে বাড়ির সাজসজ্জা ও খাওয়া দাওয়াসহ সকল আয়োজন ছিল। তবে, কোনো কাজি বিয়ে পড়াননি।

প্রত্যক্ষদর্শী আলি সরদার, লিটন বেপারী, রত্তন বেপারীসহ গ্রামের ১০/১২ জন জানান, বিষয়টি জানাজানি হলে গ্রামের সাধারণ মানুষ কৌতূহলী হয়ে ওঠে।

গ্রামবাসী ‘বর-কনের’ পরিবারকে জিজ্ঞেস করলে প্রথমে তারা ঘটনা অস্বীকার করে। পরে জিন ও পরির নির্দেশে এ কাজ করেছেন বলে দাবি করেন এলাকাবাসীর কাছে।

অনুষ্ঠানের ভিডিওটি আবার মোবাইলে ছড়িয়ে পড়েছে।

বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ঢালি বলেন, “বিষয়টি আমি জানতে পেরেছি। তবে (শুক্রবার) ওই ছেলেদের বাড়ি যাব। এর বেশি কিছু বলতে পারছি না।”

মাদারীপুরের কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, “ছেলে আর ছেলের বিয়ের খবর পেয়েছি। (শুক্রবার) সকালেই ওই এলাকায় যাব।”

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত সমকামী বিয়ে বৈধ ঘোষণার পর এ নিয়ে সামাজিক গণমাধ্যমসহ বাংলাদেশে ব্যাপক আলোচনা হয়।

Dhanmondi.Still002

দেখুন ভিডিওটিঃ

বিডি নিউজের সৌজন্যে



মন্তব্য চালু নেই