মাদারীপুরে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পরিবহন ধর্মঘটের ডাক

মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫ দফা দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে মাদারীপুর জেলায় অবিরাম সকল প্রকার পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে থাকে। এর আগে ২১ ফেব্রুয়ারি মধ্যে যদি তাদের দাবী গুলি বাস্তবায়িত না হয় থাকে।

মাদারীপুরে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫ দফা দাবি গুলি হল, সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন, ইজি বাইক, ভটভটি ও ব্যাটারী চালিত রিক্সা, ভ্যানসহ সকল প্রকার অবৈধ যান চলাচল বন্ধ করা, অনলাইনের নামে গাড়ীর ফিটনেস, ট্যাক্স ও শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্সের টাকা জমা দেওয়ার ক্ষেত্রে হয়রানী বন্ধ করা, সহজ পদ্ধতিতে শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, টেকেরহাট ও ভূরঘাটায় অবিলম্বে টার্মিনালের ব্যবস্থা করা সহ শ্রমিকদের রাত্রি যাপন ও পয়োপ্রনালীর ব্যবস্থা করা ও মাদারীপুর জেলার মধ্যে সরকার কর্তৃক নির্ধারিত কাউন্টার ব্যতিত পরিবহনের অন্য সকল কাউন্টার উচ্ছেদ করা।

এর আগেও মাদারীপুরে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্য জেলায় অবিরাম সকল প্রকার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল।



মন্তব্য চালু নেই