মাদারীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি॥ নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সব জেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে এর এই ধারাবাহিকতায় মাদারীপুরে আজ রবিবার জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চত্ত্বরে আয়োজিত একদিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এছারাও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। এ সেবা সপ্তাহ ছিল ফ্রি সেবা টিকা, চিকিৎসা, কৃতিম প্রজন্ন।

এর আগে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহনে একটি বণার্ঢ্য র‌্যালী শহরের প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিন করে। এর পরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চত্ত্বরে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: কামাল উদ্দিন বিশ্বাস। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, মাদারীপুরের পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুরের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপরিচালক আব্দুর রাজ্জাক ও সদর উপজেলার নির্বাহি অফিসার সফিউর রহমান।

আলোচনা সভাটির সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: হুমায়ন কবির।



মন্তব্য চালু নেই