মাদারীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

জেলা প্রতিনিধি॥ ‘উৎপাদনমুখী সমবায় গড়ুন দেশকে সমৃদ্ধ করুন’ এই স্লোগাকে সামনে রেখে আজ শনিবার মাদারীপুরের ৪৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন কমিটির আয়োজনে মাদারীপুরে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে।

এ জাতীয় সমবায় দিবসটি উপলক্ষে সমবায়ী ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। পুরাতন কোর্ট চত্ত্বরে আয়োজিত দিবসটির কর্মসূচি গুলি হচ্ছে, সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়, প্রশাসন ও সমবায় কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালী শহরের প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুরের পৌর মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ ও সদর উপজেলার নির্বাহী অফিসার মো: শফিউর রহমান।

সমবায় দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করবেন মাদারীপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর সভাপতি সৈয়দ আবুল বাসার।



মন্তব্য চালু নেই