মাদারীপুরে সবজির দাম সাধারন ক্রেতাদের হাতের নাগালের অনেকটা বাইরে

মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর : এবারের শীতের মৌসুমের মাদারীপুরে বাজারের সবজি দাম সাধারন ক্রেতাদের হাতের নাগারে অনেকটা বাইরে মধ্যে রয়েছে। মাদারীপুরের এবারে বাজারের সবজি দাম অনেকটা বেশী হলেও এ দাম পুর শীতের সময়ে দাম কমার সম্ভাবনার কথা জানিয়েছেন সবজি বিক্রতারা। তবে এখন অনেকটা দাম বেশী থাকার কারন হিসেবে বৃষ্টি অনেটা দায় এছারাও কেবল শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে। মাদারীপুরের সবচেয়ে সবজীর বড় মার্কেটটি হলে পুরান বাজারের এখানে বাজারের সব ধরনের সবজির খুচরা ও পাইকারে বেচা কেনা হয়ে থাকে। তাই এ বাজরটি সার বছরের প্রতিদিন গভীর রাত পর্যন্ত বেচাকেনা হয়ে থাকে। এ কাচা বাজারে বিভিন্ন পশুর মাংস, বিভিন্ন জাতের মাছ, বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন মসলাসহ সবধরনের বাজারের জিনিসপত্র এখানে পাওয়া যায়।

মাদারীপুর বাজারে বর্তমানে সবজির মূল্য বাধা কফি ৩৫টাকা, ফুল কফি ৫০টাকা, পাকা টমেটো ৮০টাকা, কাচা টমেটো ৪০টাকা, লাউ ছোট সাইজের ৩৪টাকা, সিম ৬০টাকা, গাজর ৫০টাকা, শালগম ৪০টাকা, মূলা শাক ৮টাকা ও মূলা ২০টাকা দামে বিক্রি হচ্ছে। এ সবজির দাম বর্তমানে সাধারন ক্রেতাদের অনেকটা হাতের নাগালের বাইরে। তবে এ দাম মাদারীপুরের পৌর সভার মার্কেটে ও টিবি ক্লিনিক রোডের মার্কেটের গিয়ে সবজি দাম দেখা যায় এর কিছুটা দামের দিক দিয়ে ব্যতিক্রম রয়েছে তবে এ দামের পার্থক্য খুব একটা বেশী নয়।

এবারের মূল্য বৃদ্ধির কারন হিসেবে পুরান বাজারের মার্কেটের সবজি বিক্রতা পলাশ বলেন, বৃষ্টির কারনে এ দাম বাড়ার এক কারন, বৃষ্টির পানিতে সবজী ক্ষতির হয়েছে এই জন্য গতবারের শীতের সবজির দামের চেয়ে এবারে অনেকটাই বেশী দামে বিক্র করতে হচ্ছে, এখন পাইকারিতে দামে সিম কিনতে হয় ৫৫টাকায় আর খুচরা বিক্রি করতে হয় ৬০টাকায়।



মন্তব্য চালু নেই