মানবাধিকার সম্পর্কে না জানার অজ্ঞতা থেকে বের হয়ে আসার আহ্বান

বাংলাদেশের অনেক জনগণ মানবাধিকার সম্পর্কে এখনও সচেতন নয় বিধায় তারা নানাভাবে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম (সাগর)। তিনি বলেন মানবাধিকার মানুষের জন্মগত মৌলিক অধিকার|এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সকল মানুষকে তিনি মানবাধিকার নিশ্চিত করতে আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন মানবতার পরিপূর্ণ বিকাশে মানবাধিকারের গুরুত্ব অপরিসীম। এ অধিকার রক্ষায় সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশিত হয়েছে।

অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার মানুষের জন্মগত অধিকার। এ অধিকার নিশ্চিত করতে পারলেই মানবাধিকার নিশ্চিত হবে। দেশের মানবাধিকার রক্ষায় নিয়োজিত সংগঠনসমূহ মানবাধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের লক্ষ্যে আমাদের সকলকে কাজ করে যেতে হবে। তিনি বলেন মানবাধিকার রক্ষায় সকলকে প্রতিবাদী হতে হবে। আমদের সবাইকে ঐক্যবদ্য হয়ে এগিয়ে আসা সহ মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম (সাগর) বলেন নিজের অধিকার সম্পর্কে সকলকে ভালভাবে জানতে হবে। আমাদেরকে না জানার অজ্ঞতা থেকে বের হয়ে আসতে হবে।যাতে অধিকার সম্পর্কে না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে কোন সুবিধাবাদীরা মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে পারে।সে ব্যাপারে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে।



মন্তব্য চালু নেই