মানিকগঞ্জের চর অঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান, সন্দেহজনক আটক ০৩

সেলিম রেজা, মানিকগঞ্জ : মঙ্গলবার সকাল ০৮টায় জেলার দৌলতপুর উপজেলার দূর্গম চরাঞ্চলে এক অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন পুলিশ, র‌্যাব-৪ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যবৃন্দরা। জঙ্গিবিরোধী এ অভিযানে ইতিমধ্যে তিন জনকে সন্দেহজনক আটকও করা হয়েছে।

আটককৃতরা হলেন বাঘুটিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার (৬০), জাফরগঞ্জ কাজী সফিউদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইসহাক আলী (৪০) ও বাঘুটিয়া গ্রামের শাহ আলম (৪৫)।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ডদের সাথে জড়িত রয়েছে কী না তা যাচাই বাঁচাইও করা হচ্ছে। কেবল মাত্র তালিকানুযায়ী সন্দেহকৃত বাড়ি গিয়ে অভিযান চালানো হচ্ছে বলে এমন সত্যতা স্বীকার করেন মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান।

এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও নিশ্চিত করেন যে, পুলিশ, বিজিবি ও আমর্ড ব্যাটালিয়ানের পৃথক পৃথক পাঁচটি দল দৌলতপুর উপজেলার চর অঞ্চলের ৪টি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করছে।



মন্তব্য চালু নেই