মানিকগঞ্জে জব্দ করা হল ২ মণ জাটকা : অতঃপর জরিমানা

সেলিম রেজা, বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিচা মাছের আড়ৎ থেকে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ২ মণ জাটকা জব্দ করা হয়েছে। জাটকা বিক্রির দায়ে দুজন বিক্রেতাকে ১০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম গালিভ খান।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত এরায় ঘোষনা করেন। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল আলম এর কাছ থেকে জানা যায়, জাটকা বিরোধী অভিযানের জন্য সকালে আরিচা ঘাটের মৎস্য আড়তে পুলিশের সহযোগিতায় এক অভিযান চালানো হয়। এত নেতৃত্ব দেন ইউএনও একেএম গালিভ খান ।

অভিযানে উজ্জল হোসেন (৪০) ও নয়ন হোসেনকে (৩৫) কে জাটকা বিক্রি করার সময় আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২ মণ জাটকা ইলিশ পাওয়া যায়।

অতঃপর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুই মাছ বিক্রেতার ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও গির্জায় বিতরণ করা হবে বলেও জানান ।



মন্তব্য চালু নেই