মানিকগঞ্জে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

সেলিম রেজা, বিশেষ প্রতিনিধি : জেলার পাটুরিয়ার পদ্মা নদীর পাড়ে তৈরি হতে যাচ্ছে আন্তর্জাতিম ক্রিকেট স্টেডিয়াম। যার নাম করণ হবে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ স্টেডিয়ামের প্রকল্প নির্মাণ ব্যয় ধরা হয়েছে ০৫ শত ১৯ কোটি টাকা।

ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার আজ বিকেলে স্টেডিয়াম নির্মাণের স্থান পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের বলেন, ইতিমধ্যেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে আর এ প্রকল্প ব্যয় ধরা হয়েছে ০৫ শত ১৯ কোটি টাকা। এছাড়াও এখানকার স্টেডিয়ামের জন্য জমি অধিগ্রহণের কাজটি প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এখন জমি অধিগ্রহণ শেষ হলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলেও জানান তিনি।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ. এম. নাঈমুর রহমান দুর্জয়, ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শিশির কুমার রায়ও উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই