মানুষের বিষে মরল হাঁস

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া বিষে খামারের তিন শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে।

মোড়েলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের বৃদ্ধ হারুন হাওলাদারের খামারে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের দেওয়া বিষে ডিমপাড়া হাঁসগুলো মারা যায়।

হারুন হাওলাদার বিচারের দাবিতে শুক্রবার দুপুরে মৃত হাঁসগুলো বাগেরহাট শহরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জনপ্রতিনিধিদের কাছে নিয়ে আসেন।

হারুন হাওলাদার জানান, বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে ঋণ নিয়ে হাঁসের খামার স্থাপন করেন। এ খামারে ৪০০ হাঁস ডিমপাড়া শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠ থেকে হাঁসগুলো নিয়ে খামারে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে সেগুলো ছটফট করতে শুরু করে। মুহূর্তের মধ্যে তিন শতাধিক হাঁস মারা যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খামারের ভেতরে বিষ মাখানো ধান ছিটিয়ে রাখে। হাঁসগুলো খামারে ঢোকার পর ওই ধান খেয়ে মারা যায়।

তিনি আরও বলেন, লক্ষাধিক টাকা ঋণ নিয়ে এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। সরকারের সহায়তার পাশাপাশি দুর্বৃত্তদের বিচারের দাবি জানান তিনি।

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ কুমার চন্দ্র বলেন, ঘটনাটি অমানবিক। মোড়েলগঞ্জ থানার ওসিকে ঘটনাস্থলে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।



মন্তব্য চালু নেই