মানুষ নয়, শৃঙ্খলা কুকুরকেই মানায় !

বোর্ডপান্ডা ওয়েবসাইটের এই ছবিটি কি আপনাকে ভাবিয়ে তুলেছে? আপনার কি মনে হচ্ছে, মানুষের চে কুকুর সুশৃঙ্খল? সেটা মনে হওয়াই স্বাভাবিক। শৃঙ্খলার প্রশিক্ষণ নিয়েছে যে এই কুকুরগুলি!

ছবিতে যে কুকুরগুলো দেখছেন, সেগুলো চীনের পুলিশের দ্বারা প্রশিক্ষিত। আর এটা স্বাভাবিক যে, যথার্থ দাস হবার প্রশিক্ষণে মানুষের চে কুকুর এগিয়ে থাকবে। কেননা নিয়ম আর প্রথা ভাঙা মানুষের কাজ, কুকুরের নয়। নির্দিষ্ট লাইন কিংবা নির্দিষ্ট পথ কিংবা নির্দিষ্ট নিয়মে মানুষকে বাঁধা যায় না। মানুষ মানেই সীমানা অতিক্রমের অদম্য বাসনা।

police-dogs-waiting-food-china-2

এ ছবিটিও কুকুরের সুশৃঙ্খলতার প্রমাণ। খাবারের জন্য অপেক্ষারত কুকুরের এ ছবিটি ১৯৪০ সালে ফিনল্যান্ড থেকে তোলা।



মন্তব্য চালু নেই