মামলার কবলে ভারতীয় সেন্সর বোর্ড!

শহীদ কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমার ট্রেইলার বের হবার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তারা। ভারতের সেন্সর বোর্ড সিনেমা থেকে ৮৯টি অংশে কাটছাট করেছে। অবশেষে সিনেমার নাম থেকে পাঞ্জাব শব্দ কেটে ফেলতে হচ্ছে পরিচালকের!

এতো ঝামেলা আর সহ্য হচ্ছে না পরিচালকের। তাই তিনি সেন্সর বোর্ডের বিরুদ্ধে মামলা করবেন বলে চিন্তা করেছেন। মুম্বাইয়ের উচ্চ আদালতে সেন্সর বোর্ডকে চ্যালেঞ্জ করবে উড়তা পাঞ্জাবের পরিচালক। মূলত এই সিনেমায় ভারতের নির্বাচনের দৃশ্যায়ন ফুটিয়ে তোলা হয়েছে।

অনেকে বলছেন, সত্যিকারের ঘটনা থেকে এই সিনেমা সাজানো হয়েছে। কিন্তু সমস্যা হল ২০১৭ সালে পাঞ্জাবে এসেম্বলি নির্বাচন হবে। সেই নির্বাচনের ক্ষেত্রে যদি ভারতীয় নাগরিকদের উপর ইতিবাচক মনোভাব বিরাজ করে তাহলে সমস্যা হতে পারে। তাই এই চলচ্চিত্রের চিত্রায়ন নিয়ে সেন্সর বোর্ড অনেক চিন্তিত।

ছবির ৮৯টি অংশ নতুন করে দৃশ্যায়ন করে ১৭ তারিখের মাঝে মুক্তি দেয়া সম্ভব নয়। তাই চলচ্চিত্রের মুক্তির তারিখও পেছানো হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এই মামলা শেষ হবার পরেই সব বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।



মন্তব্য চালু নেই