মামুনের খালাসের আদেশ বাতিল

অবৈধ সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানের ব্যবসায়িক বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের খালাসের আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মামলাটি হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভা এই রায় দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, ১০১ কোটি ৭৩ লাখ টাকা জ্ঞাত আয়-বহির্ভূতভাবে অর্জনের এই মামলায় ২০০৮ সালে বিশেষ আদালত মামুনকে কারাদণ্ড দিয়েছিলেন। ২০১২ সালের ৩০ জুলাই তাঁকে (মামুন) ওই মামলা থেকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করে। আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করেন।

গিয়াস উদ্দিন আল মামুন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। মুদ্রা পাচারের একটি মামলায় সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন আলোচিত এই ব্যবসায়ী।



মন্তব্য চালু নেই