মার্কিন ড্রোন হামলায় টিটিপির শীর্ষনেতা নিহত

মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানে তেহরিক-ই-তালেবানের শীর্ষনেতা খান সাঈদ সাজনা নিহত হয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের।

পাকিস্তান গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের খোস্ত প্রদেশে সংঘটিত ওই হামলায় অন্ততপক্ষে আরো ১২ তালেবান যোদ্ধা নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সাজনার নিহত হবার খবরটি নিশ্চিত করেছেন পাকিস্থানের গোয়েন্দা সংস্থা।

স্থানীয়দের দাবি, ড্রোন হামলার সময় সেখানে বিভিন্ন দলে বিভক্ত তালেবানদের নিয়ে একটি সমঝোতা বৈঠক চলছিল।

তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এর সত্যতা নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। তারা বলছে, ড্রোন হামলার ব্যাপারে যাচাই-বাচাই ছাড়া কোনো ধরনের মন্তব্য করা সমচীন হবে না।

এর আগে ২০১৪ সালে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিলো, তেরিক-ই-তালেবানের প্রধান মোল্লা ফাজলুল্লাহকে প্রত্যাখান করে যুদ্ধ চালিয়ে যাবার ঘোষনা দিয়ে সাজনা তার ওই নিজস্ব দলটি গঠন করেছিল। সাবেক টিটিপি নেতা হাকিমুল্লাহ মেহসুদ মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর কেন্দ্রীয় দলাদলি শেষ হয়। নেতৃত্বশূন্য বাকিরা বিপথগামী হয়েছে অভিযোগ তুলে সাজনা দলনেতা হিসেবে আলাদাভাবে তার এই দলটি পরিচালনা শুরু করেন।

পেশওয়ারের একজন সেনা কর্মকর্তা বলেন, তেহরিক-এ-তালেবানের শীর্ষনেতা হিসেবে অনেকদিন ধরেই তার খোঁজ করে আসছিল পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা।



মন্তব্য চালু নেই