মার্কিন হামলায় আইএসের সেকেন্ড ইন কমান্ড নিহত

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সেকেন্ড ইন কমান্ড আব্দার রহমান মুস্তফা আল কাদুলি নিহত হয়েছেন। চলতি মাসে এ হামলা চালানো হয়েছিল।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ডেইলি বিস্ট ও এনবিসি নিউজ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম দুটি জানিয়েছে, আশা করা হচ্ছে শিগগিরই পেন্টাগন প্রধান অ্যাস্টন কার্টার সংবাদ সম্মেলনে আল কাদুলির নিহতের বিষয়টি নিশ্চিত করবেন।

কাদুরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে এটি হবে এক সপ্তাহের ব্যবধানে দুই শীর্ষ আইএস নেতার নিহতের খবর। চলতি মাসের শুরুর দিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন সিরিয়ার উত্তর-পূর্বে বিমান হামলায় ওমর দ্য চেচেন নামে পরিচিত অন্যতম শীর্ষ আইএস নেতা নিহত হয়েছিল।

যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট আইএসের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার বিনিময়ে ৭০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। তবে আইএসের নেতৃত্ব কাঠামো গোপন থাকায় এ সম্পর্কে খুব তথ্যই পাওয়া যায়। সংগঠনটির মাত্র গুটিকয়েক নেতার তথ্য মার্কিন মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে।



মন্তব্য চালু নেই