মালিতে হামলায় জাতিসংঘের শান্তিরক্ষীসহ নিহত ৬

মালিতে একটি হোটেলে চরমপন্থী ইসলামিক জিহাদীদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। ওই হোটেলটি জাতিসংঘের শান্তিকর্মীরা ব্যবহার করতেন।

মালিতে জাতিসংঘের শান্তি মিশন মিনুসমা এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের এক কর্মীও রয়েছেন। হামলাকারীরা বেশ কয়েকজনকে জিম্মিও করেছে। খবর রয়টার্সের।

মালির রাজধানী বামাকো থেকে ৬০০ কিলোমিটার দূরে সেভারে শহরের বিবলস হোটেলে শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ইউক্রেনের এক নাগরিক ও এক রুশ।

মিনুসমা নিহত শান্তিরক্ষীর নাম ও পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

ধারণা করা হচ্ছে, অন্তত আটজনকে জিম্মি করেছে জিহাদীরা। এদের মধ্যে দক্ষিণ আফ্রিকান ও ফরাসী নাগরিক রয়েছেন।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে, আল-কায়েদা সমর্থিত স্থানীয় সশস্ত্র জিহাদীরাই এই হামলা চালিয়েছে। এরা মালি সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে।



মন্তব্য চালু নেই