মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অপহরণ করতে চেয়েছিল আইএস

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রেজাককে অপহরণ করার ষড়যন্ত্র নসাৎ করে দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী ও আরো দুই উর্ধ্বতন কর্মকর্তাকে অপহরণের চত্রুান্ত করেছিল সিরিয়ার জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তারা মালয়েশিয়ার বেশ কিছু স্থানে হামলারও পরিকল্পনা করেছিল বলে উপ প্রধানমন্ত্রী জানিয়েছেন।

মঙ্গলবার উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ জাহিদ হামিদি পার্লামেন্ট জানান, প্রধানমন্ত্রী নাজিব রাজাক, প্রতিরক্ষামন্ত্রী হিশাম্মুদ্দীন তুন এবং তাকেসহ মোট তিনজনকে গতবছরের ৩০ জানুয়ারি অপহরণের চক্রান্ত করেছিল আইএস। আইএসের সঙ্গে জড়িত মোট ১৩ জন মিলে তাদের অপহরণের ষড়যন্ত্র করেছিল। তারা রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে হামলা করারও পরিকল্পনা নিয়েছিল। তবে মালয়েশিয়া কর্তৃপক্ষ যথাসময়ে তাদের ওই চক্রান্ত নাসাৎ করে দেয়ায় অপহরণের হাত থেকে বেঁচে গেছেন প্রধানমন্ত্রী নাজিব।

তবে মালয়েশিয়ায় আইএসের কোনো নেটওয়ার্ক নেই বলে জানিয়েছেন উপ প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি। জঙ্গি গোষ্ঠীটি সিরিয়া থেকেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তুলে নেয়ার নির্দেশ পেয়েছিল।



মন্তব্য চালু নেই