মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের আজ থেকে নিবন্ধন শুরু

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ শ্রমিকদের নিবন্ধন শুরু হচ্ছে আজ থেকে।

সরকারি এক বিজ্ঞপ্তিতে রবিবার এ কথা জানানো হয়, সকল কাগজপত্র সঠিকভাবে নথিবদ্ধ করেই এবারের নিবন্ধনের কাজ শুরু হবে।

অবৈধ শ্রমিকদের বৈধতা পাওয়ার সুযোগ ও মালয়েশিয়ার শ্রমিক চাহিদা মেটানোর কথা মাথায় রেখেই এ ব্যবস্থা নিয়েছে মালয়েশিয়া সরকার।

তবে এ সুযোগের আওতাধীনদের বিশেষ কিছু শর্ত বেঁধে দেওয়া হবে। সে ক্ষেত্রে যারা অযোগ্য বিবেচিত হবেন, তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে।

এছাড়া এ নিবন্ধনের মাধ্যমে দেশে অবস্থানরত সকল অবৈধ শ্রমিকদের আদমশুমারি করা হবে, যা পরবর্তীতে দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাহায্য করবে। প্রশাসন থেকে জানানো হয়, সকল প্রকার হয়রানি ও জালিয়াতি ঠেকাতে সজাগ দৃষ্টি রাখা হবে।

প্রাথমিক পর্যায়ে তিন মাস এ কর্মসূচি চলবে এবং এর ফলাফলের উপর ভিত্তি করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

নিবন্ধনের ক্ষেত্রে শ্রমিকদের নিয়োগকর্তা থাকতে হবে। আগে কোনো অপরাধমূলক কাজে জড়িত থাকলে নিবন্ধিত হওয়ার সুযোগ পাবেন না। পরবর্তীতে অনিবন্ধিত নিয়োগকর্তাদের খুঁজে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে।

কোনো ধরনের তাড়াহুড়ো না করে সঠিক প্রক্রিয়ায় নিবন্ধিত হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে সবাইকে। নিবন্ধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে।

এছাড়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কল করতে পারেন মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ০৩-৮৮৮০-১৫৫৫ নম্বরে।



মন্তব্য চালু নেই