মাশরাফিকে নিয়ে কি মন্তব্য করলেন সাবেক অধিনায়ক বাশার?

হাবিবুল বাশার এক সময়ে টাইগারভক্তদের প্রিয়মুখ ছিলেন। আশরাফুল ও বাশারের নানা ঝুটি এখনো হয়তো এখনো নাড়া দেয় ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে। বাংলাদেশের ক্রিকেটের প্রাথমিক যুগে সফল আধিনায়ক ছিলেন এই হাবিববুল বাশার সুমন। তবে বাশার যুগের চেয়ে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে।

বর্তমান ক্রিকেট দলকে নিয়ে নানা মন্তব্য করেন তিনি। হাবিবুল বাশার বলেন, আমি মনে করি দলটা কারো একার পারফরম্যান্সের উপর এখন আর নির্ভর করে না, সবাই ভালো খেলায় বাংলাদেশ ক্রিকেট দল এখন এই জায়গায় আসতে পেরেছে।

তবে তিনি মাশরাফিকে বিশেষভাবে মূল্যায়ন করতে চান। দ্বিধাহীন কন্ঠে মাশরাফিকে নিয়ে তিনি বলেন, তার সাহসী নেতৃত্ব দলের সফলতার জন্য বিশেষ ভুমিকা রেখেছে। বাংলাদেশের টিমের ক্রিকেটাররা নিজের দায়িত্ব বুঝে ক্রিকেট খেলছে। সবার সমন্বিত প্রচেষ্টা রয়েছে দেশের ক্রিকেটকে একটি ভালো জায়গায় নিয়ে আসার জন্য।

পরে তিনি নির্বাচকদের প্রশংসা করেন। ভালো দল নির্বাচনের ক্ষেত্রে তারা প্রশংসা পাওয়ার মত ভুমিকা রাখছে বলেও মত দেন বাশার। উল্লেখ্য, ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত টাইগার টিমের অধিনায়ক ছিলেন তিনি।



মন্তব্য চালু নেই