মাশরাফির চোট গুরুতর কিছু নয়

২২ তারিখ মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। ইতিমধ্যে সবগুলো দল অনুশীলন শুরু করেছে। অন্যান্য দলের মতো অনুশীলনে ব্যস্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। শুক্রবার কুমিল্লার হয়ে অনুশীলনে নেমেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন মাশরাফি। তবে তার চোট গুরুতর নয় বলে জানা গেছে। এবং কুমিল্লার হয়ে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে সিরিজের আগে রিক্সা থেকে পড়ে হাতের ইনজুরিতে পড়েছিলেন। জিম্বাবুয়ে সিরিজের আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অসুস্থ্য শরীর নিয়েও খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে।



মন্তব্য চালু নেই