‘মাশরাফি’ আসছে হাতের ‍মুঠোয়!

মাশরাফি বিন মুর্তজার জীবনী লেখা হয়েছে – এই খবরটা পুরনো। নতুন খবর হল সেই বই – ‘মাশরাফি’ দ্রুতই বাজারে আসতে যাচ্ছে। ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা এই বইটির মোড়ক উন্মোচন হবে আগামী ১৮ জানুয়ারি।

অনুষ্ঠানটি আয়োজিত হবে খুলনায়। প্রকাশনার দায়িত্বে আছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।

বৃহস্পতিবার রাতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইটির পেজ থেকে এই ঘোষণা আসে। মূলত দলের সবাই, কোচিং স্টাফ দলের সদস্য, জিম্বাবুয়ের বর্তমান কোচ ও বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর, মাশরাফির পরিবার ও বন্ধু-বান্ধবদের এক সাথে পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

জানিয়ে রাখা ভাল, সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারিতে লেখকের সাকিব আল হাসান : আপন চোখে ভিন্ন চোখে বইটি প্রকাশিত হয়। এর পাশাপাশি লেখক দেবব্রত মুখোপাধ্যায় কিশোর উপন্যাস ও ছোট গল্পও লিখে থাকেন।

তবে, শনিবার থেকেই শুরু হয়ে যাবে ‘মাশরাফি’ বইয়ের অনলাইন বুকিং। লেখক দেবব্রত মুখোপাধ্যায় এই ব্যাপারে বলেন, ‘বিস্তারিত জানতে পেজের সাথে থাকুন। অনলাইন বুকিং যারা দেবেন, তাদের জন্য চমক থাকছে। এমনকি থাকছে খুলনা ভ্রমণ ও অনুষ্ঠানের অংশ হওয়ার সুযোগও।’

তাহলে এবার সেই চমকের অপেক্ষা করা যাক!



মন্তব্য চালু নেই